Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে বিশেষ উপহার বিতরণ
Details

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় ৫০ টি আনসার ও ভিডিপি পরিবারের মাঝে ইদুল ফিতরের বিশেষ উপহার বিতরণ  করা হয় । সোমবার ( ১০ মে, ২০২১) সকালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিতি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। এ সময় নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন, “বিভিন্ন দুর্যোগে সরকার সবসময় আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও সরকার সবসময় পাশে থাকবে। আসন্ন ইদুল ফিতরের নামাজ ইদগাহে না গিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ এলাকার মসজিদে আদায় করবেন এবং এ ক্রান্তিকালে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মকাণ্ড চালিয়ে যাবেন ।“
ঈদের উপহার সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আনসার-ভিডিপি সার্কেল অ্যাডজুটেন্ট এস এম এনামূল হক মহোদয়, উপজেলা প্রশিক্ষিকা মোছাম্মৎ মাসুদা সুলতানা, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Images
Attachments
Publish Date
10/05/2021
Archieve Date
26/05/2021