Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গোলাপগঞ্জে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন
Details

একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উৎযাপন শুরু হয়। প্রথমে উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি), গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। এর পরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ৮.৩০ এ আমুড়া মোড় থেকে প্রভাতফেরির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। প্রভাতফেরি উপজেলা প্রঙ্গণে এসে শেষ হয়।  উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বক্তারা উচ্চ শিক্ষাস্তরে বাংলা ভাষা প্রচলনসহ সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের উপর গুরুত্বারোপ করেন।  মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

Images
Attachments
Publish Date
21/02/2021
Archieve Date
13/03/2021