২২ ফেব্রুয়ারি-২০২১ খ্রিষ্টাব্দে রোজ সোমবার উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়, গোলাপগঞ্জ এর উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষিকা মোছাম্মৎ মাসুদা সুলতানা, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন ক্যাম্পের পিসি/এপিসি, ইউনিয়ন/ওয়ার্ড ভিডিপি দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও আনসার-ভিডিপি সদস্যা-সদস্যাবৃন্দ। আলোচনায় বক্তারা কোভিড-১৯ টিকা গ্রহণের প্রয়োজনীয়তা, টিকা গ্রহণে প¦ার্শপ্রতিক্রিয়া, টিকা গ্রহণে করণীয় ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। এ সময় বক্তারা কোভিড-১৯ মোকাবেলায় বর্তমান সরকারের সফলতার কথা উল্লেখ করে বলেন যে, কোভিড-১৯ মোকাবেলায় আমাদের সকলের উচিত স্বতঃর্স্ফূতভাবে টিকা গ্রহণ করা এবং জনসাধারণের মধ্যে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করা। পরে র্যালি উপজেলা কার্যালয় হতে শুরু করে আমুড়া মোড় হয়ে উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস