একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি উৎযাপন শুরু হয়। প্রথমে উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার উপজেলা চেয়ারম্যান এড. ইকবাল আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি), গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক এবং উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। এর পরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযুদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ৮.৩০ এ আমুড়া মোড় থেকে প্রভাতফেরির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। প্রভাতফেরি উপজেলা প্রঙ্গণে এসে শেষ হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় বক্তারা উচ্চ শিক্ষাস্তরে বাংলা ভাষা প্রচলনসহ সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের উপর গুরুত্বারোপ করেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস