Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৬ মার্চ ২০২৩ থেকে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
বিস্তারিত

২১ দিনের অস্ত্রসহ  ভিডিপি মৌলিক প্রশিক্ষণটি ৬ মার্চ ২০২৩ তারিখ হতে সিলেট জেলা কার্যালয়ে শুরু হবে। এতে সিলেট জেলার আওতাধীন  উপজেলাগুলোর ১৮ বছর হতে ৩০ বছর বয়সের নাগরিকগণ এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। 

 জাতির পিতার জীবনী, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে সম্যক ধারণা প্রদান করা,  ভিডিপি প্লাটুন পুনর্গঠন ও হালনাগাদ করা,  আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন, স্থানীয় নেতৃত্ব সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। সামাজিক নিরাপত্তা রক্ষায় গণভিত্তিক প্রশিক্ষিত কর্মীবাহিনী সৃষ্টি করাই হলো এই প্রশিক্ষণের উদ্দেশ্য।   তাছাড়া নির্বাচনী দায়িত্ব পালন সর্ম্পকে সম্যক ধারণা প্রদান এবং নির্বাচনকালীন দায়িত্বপালনে যোগ্য করে গড়ে তোলা, এবং  দুর্যোগকালীন করনীয় বিষয়ে ধারণা প্রদান করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তলা হবে। 

২১ দিনের মৌলিক প্রশিক্ষণে শেষে যে যে সুবিধা সমূহ পাবেনঃ

◾সরকারি চাকুরিতে ১০% কোটা সুবিধা।

◾বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণসহ সরকারি ২৬টি ট্রেডে প্রশিক্ষণ

যেমনঃ

-*-*-*- ক) মোটর ড্রাইভিং

-*-*-*- খ) বেসিক কম্পিউটার প্র

-*-*-*- গ) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

-*-*-*- ঘ) ক্যাটারিং সার্ভিস স্টাফ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদি।

◾ এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন ও পূজা ডিউটি করতে পারবেন।

◾ এছাড়াও বাহিনী প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

⏬ প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগাযোগ ও বিস্তারিত:⏬

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গোলাপগঞ্জ,  সিলেট।



ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/03/2023
আর্কাইভ তারিখ
23/03/2023